মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬

করো বিভাজন

এঁকে দিল বিভাজন রেখা
তির তিরে নদী আর উড়ন্ত পতাকা
পরস্পরের বিপরীতে জড় হওয়া
কিছু একই প্রজাতির প্রাণী
চুল বুল করে ,ভালবাসা দেখায়
সুখ সুখ নেশা চোখে মাখে
আর দূরে চলে যায়,
 আমার আগুনেই সেঁকে নিত ওরা
 প্রতিদিনের খিদের রুটি
এখন পেট ভরা খাবারে,
চোখে গড়াচ্ছে ঈর্ষা,
নখে রক্ত,আর দাঁতে মাংসের টুকরো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...