রবিবার, ১৩ নভেম্বর, ২০১৬

মরণ

চন্দনের রেখায় লেখা মৃত্যুদণ্ড
আশৈশব যত্নে রাখা ললাটে।
কখনও আগুনের বিন্দু হও
কখনও ওড়নার আদরে
গিঁট দিয়ে থামাও নিঃশ্বাস।
মাংস মজ্জা বিশ্বাস সব খাও
স্থবির সম্পর্ক শুষে নিচ্ছে সময়
শূন্য করে দিচ্ছে জীবন
জীবন কে পরাজিত করে
মরণ আসছে  তাড়াতাড়ি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...