বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

নতুন জগত

নিজস্ব পৃথিবীতে
শুধু চোখ আর আঙ্গুল সঞ্চালনে
শীতলপাটি বুনে চলেছি
পিঁঁপড়ে লাগা রুটির থালা
অচল টাকার মত পড়ে আছে
সূর্য ঘুরে সন্ধ্যে নামাচ্ছে
পাশের বাড়ির ডুমুর গাছে
একটা শালিক ভয়ে মরে যাচ্ছে

সম্পর্ক সহমর্মিতা সমবেদনা
সব জমা হচ্ছে নতুন ঠিকানায়
আমার নতুন জগতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...