রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

স্বর্গ

তুমি আর আমি
একসাথে হলে
ঈশ্বর নেমে আসে।
তখন ভালবেসে উড়িয়ে দিই
সাদা পারাবত,
নদীর সহ্য আর নম্রতাও
শিখে যাই একদিন
তার কাঁচ জলে
প্রতিবিম্বিত হতে হতে
পাহাড় হয়ে যাই,
এখানে গাছ গুলো রমণী হয়েছে
মানুষ মানুষ কে ছোট করতে করতে
বিন্দু বানিয়ে ফেলেছে
এখনই সময়
এসো আমরা একত্রে
এই ভূপৃষ্ঠে স্বর্গ নামাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...