বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

মুখ

আরশিতে মুখ দেখো,
আগ্রাসী জীবন যাপনে গজিয়ে ওঠা
এক মনুষ্যত্বহীন মুখাবয়ব।
হৃদয় ঢেকেছ তাড়নায়
লালারসে ভিজিয়ে নিচ্ছ ক্রমেই
খাদ্যদ্রব্য আর পারিপার্শ্বিক
তোমার কাছে এ সবই একজাতীয়।
সম্পর্কের গা থেকে,
চেটে নিচ্ছ বেঁচে থাকা
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছো
নির্ভীক পরজীবী হয়ে
মানুষের অবয়বে নিখুঁত অমানুষ।
অবিশ্বাস হলে,
আয়নায় মুখ দেখো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...