বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

ক্ষমা

আঘাত দিও না,
চামড়ার যে অংশে
ক্ষত হয়ে গেছে
রক্তবিন্দুর অনুতাপ আছে শুধু
অঙ্গুলি নির্দেশে বিদ্ধ করতে
একটু কম্পন হোক।
বরং তার ওপর করুণার
বৃষ্টি ধারা হও
ক্ষমা হয়ে ছোঁও তাকে
আর দেখ ক্ষমার কি শক্তি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...