মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৬

পুনর্জন্ম

আচমকাই শুরু
অতীত রোমন্থন ।

সময়ের গর্ভ তোলপাড় করে
উপছে আসে বাঁধভাঙ্গা জোয়ার ।
বিস্মৃতপ্রায় জন্ম-শিকড় ,
মৃত ইচ্ছা অনিচ্ছা,
ধূসর কৈশোর ।
শরীর খুঁজে  পায়
স্নেহসিক্ত স্পর্শের নির্যাস ,
পুনর্জন্ম লাভ এভাবেই।
দুচোখের ভালবাসা স্রোত
মুছিয়ে দেয় সব ক্ষত ,
আরও একবার জন্মগ্রহন করি।
পুনর্নির্মিত হই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...