বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৬

লোভ ,হিংসা আর মৃত্যু

লোভ ঢুকে পড়েছে
গাছের শিরায়, ছালে
খসে পড়েছে পলেস্তারা,বাকল 
অস্থি মজ্জায় ঢুকে পড়েছে হিংসা
অভিস্রবণ প্রক্রিয়ায় মিশে যাচ্ছে তারা । 

ঠোঁটজোড়া উন্মোচিত করে
দাঁতের সারি কামড় বসাচ্ছে
বনস্পতির ডালে, পাতায়,
পাতায় স্বাক্ষর আছে তার ।
অন্ধকারে মিশে যাচ্ছে
জলমাটি ,জীবন।
ধীর বিষক্রিয়ায়
ক্ষয়িষ্ণু সম্পর্কের ইতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...