বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬

পুরস্কার

           তুমি সহিষ্ণু ছিলে বরাবরই
            তাই পুরস্কার দিলাম।
            আখের নিংড়ানো জীবনে জল থাকেনা
            জল ছাড়া পাঁক হয় কি করে?
            তাই পদ্মফুল হতে চেয়ে 
             জল খুজি, পাঁক খুঁজি
             আর খুশী হয়ে পুরস্কৃত করি
             প্রানভরে।   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...