শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৬

জানোয়ারj

কর্কশ ভাষার অনর্গল উদ্গারে
মানুষ যখন জানোয়ারের থেকেও বেশী..........
ধৈর্য্য পোড়ে চোখের আগুনে
লেলিহান জিহ্বায় সেই প্রথম প্রতিবাদ শুরু।
বিপরীত এই সপাট ধাক্কা
আদ্যন্ত নুইয়ে দিল
মেরুদন্ডের ঝুঁটি 
শুধু নির্বাক গাছ ,পাথর হয়েগেল
আর যারা উপভোগ করছিল
তারা রওনা দিল গন্তব্যে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মায়ের ছুটি

ছোট থেকেই দেখছি মা গো নেই তো তোমার ছুটি শীত গ্রীষ্ম  সকাল বিকাল কাজ যায় ঠিক  জুটি মুখের কোনে চিলতে হাসি লেগেই আছে যেন কাজ করতেও  এত খুশী দেখ...